বাংলাদেশে ডাটা সায়েন্স (Data Science) এর ভবিষ্যৎ কি? কাজ শুরু করবো Python নাকি R দিয়ে?

বাংলাদেশ ডাটা সায়েন্স এর ভবিষ্যৎ কি? কাজ শুরু করবো Python নাকি R দিয়ে?

Forbes এর একটা জরিপ মতে ২০৩০ সালের মধ্যে প্রায় ১৩টি জব সেক্টর পুরোপুরি অটোমেটেড হয়ে যাবে। World Economic Forum এর অন্য একটি জরিপে বলা হয় অটোমেশন এর কারণে প্রায় ৭৫ মিলিয়ন জব ডিসপ্লেস হয়ে গেলেও সারা পৃথিবীতে মোট প্রায় ১৩৩ মিলিয়ন নতুন জব জেনারেট হবে। অটোমেশন এর কারণে কিছু নিম্ন এবং মধ্যম স্কিল এর জব অটোমেটেড করা সম্ভব হলেও কখনোই ডাটা সায়েন্স বা মেসিন লার্নিং এর জব রিপ্লেস করা সম্ভব নয়। অটোমেশন কেন ডাটা সায়েন্স বা মেসিন লার্নিং এর জবগুলো রিপ্লেস করতে পারবে না সেটা বুঝতে চাইলে ডাটা সায়েন্স কি এবং ডাটা সায়েন্স ইকোসিস্টেম কিভাবে কাজ করে এটা বুঝতে হবে।

স্কিল জবস এর “Professional Data Science and Machine Learning” কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৮৪৭৩৩৪৮২৫ এই নাম্বারে।

ডাটা সায়েন্স কি?

আমাদের চারপাশে বিপুল পরিমাণের ডেটা রয়েছে। ওয়েবসাইট, ব্যবসা বা সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম গুলোতে প্রচুর পরিমাণ ইউজার ডেটা রয়েছে। কিন্তু এই ডেটা কাঁচামালের মতো – এটির সরাসরি কোনো মূল্য নেই। ডেটা সাইন্স এই ডেটাগুলোকে বিশ্লেষণ, প্রক্রিয়াজাতকরণ এবং ব্যাখ্যা করে গুরুত্বপূর্ণ সূত্র এবং পেটার্ণ উন্মোচন করে। এভাবে তারা ব্যবসায়ের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন, যেমন কোন পণ্য বেশি চলবে, কোন এলাকায় রোগের প্রাদুর্ভাব বেশি, বা আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটা ইত্যাদি। এই জ্ঞান ব্যবহার করে ব্যবসা প্রতিষ্ঠানগুলি আরও ভালো সিদ্ধান্ত নিতে পারে, সরকার জনস্বাস্থ্যের উন্নতি করতে পারে, এমনকি আমরাও আমাদের দৈনন্দিন জীবনে আরও সচেতন হতে পারি।

বাংলাদেশে ডাটা সায়েন্স এর সম্ভবনা

যেকোন জবকে আমরা তখনি লুক্রেটিভ বলে থাকি যখন এর মার্কেট ভ্যালু, জব স্যালারি, এবং ভবিষ্যত চাহিদা সবকিছুই অনেক ভালো থাকে। এবার তাহলে বুঝতে হবে ডাটা সায়েন্স বিষয়ক জব মার্কেট কেমন? এটা সত্যি যে বর্তমান যুগের সবথেকে লুক্রেটিভ জব গুলোর বেশিরভাগই ডাটা সায়েন্স এর ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। Glassdoor এর তথ্য অনুযায়ী আমেরিকায় একজন ডাটা সায়েন্টিস্ট তার অভিজ্ঞতা অনুসারে বছরে প্রায় $95k – $200k স্যালারি নিয়ে থাকেন। ডাটা সায়েন্স এর ওপর ভিত্তি করে যেসব জব পজিশন তৈরি হয়েছে সেগুলো হলো – Machine Learning Engineer, Database  Administrator, Data Architect, Data Engineer, Business Analyst, Data Analyst, Data Scientist, etc.

বাংলাদেশে ডাটা সায়েন্স এর ডিমান্ড

এখন জানবো তাহলে বাংলাদেশে চাহিদা কেমন? হ্যা, এটা সত্য ডাটা সায়েন্স রিলেভ্যান্ট জবের চাহিদা বাংলাদেশেও অনেক। তবে বাংলাদেশের প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে এর চাহিদা বেড়েই চলছে এবং ভবিষ্যতে চাহিদা আরও বাড়বে।বাংলাদেশের অনেক প্রাইভেট কোম্পানি তাদের বিজনেস গ্রোথ রেট বৃদ্ধি করার জন্য নতুন নতুন ডাটা সায়েন্স রিলেভ্যান্ট জব নিয়োগ দিচ্ছেন।

বাংলাদেশে ডাটা সায়েন্স রিলেটেড বিসনেস এর গ্রোথ

আপনার হয়তো মনে প্রশ্ন জাগতে পারে বিজনেস গ্রোথ রেট বৃদ্ধি করার সাথে ডাটা সায়েন্স এর সম্পর্ক কি? হ্যা অবশ্যই আছে। আপনাকে একটা ছোট্ট উদাহরণএর মাধ্যমে বিষয়টি পরিস্কার করছি, ধরুন আপনি ইউটিউবে সার্চ করলেন ‘python tutorial’ এটা সার্চ করার পরে হয়তো ইউটিউব আপনার হোমপেজে অনেকগুলো টিউটোরিয়াল সাজেশনে এনে দেবে এবং আপনি যখন একটা ভিডিও ক্লিক করার পরে কিছুক্ষণ দেখে হয়তো কেটে দেবেন। পরবর্তীতে যখনি আপনি ইউটিউবে যাবেন আশা করা যায় অন্য সব ভিডিওর পাশাপাশি কমপক্ষে ১-৩ টি পাইথন প্রোগ্রামিং এর ভিডিও হোমপেজে এনে দেবেই। তবে এর কারণ কি? আপনি যখন সার্চ করেছেন তখনি ইউটিউব বুঝতে পেরেছে আপনি Pythonএ ইন্টারেস্টেড।তাই পরবর্তীতে আপনার সামনেএইধরনের ভিডিও সাজেস্ট করেছে। এইভাবেই ব্যবসায় প্রতিষ্ঠানগুলো ডেটা সায়েন্স ব্যবহার করে পোটেনশিয়াল কাস্টমারের কাছে তাদের পনি বা সেবা সমূহ প্রচার করে থাকে।

স্টেপ বাই স্টেপ ডাটা সায়েন্স শেখার কৌশলসমূহ

এখন মনে প্রশ্ন জাগা টা স্বাভাবিক যে এই কাজগুলো হয় কিভাবে? এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে কথা বলতে হবে মেশিন লার্নিং, এনএলপি এবং ডাটা মাইনিং নিয়ে। ML, NLP, DM সবকিছুই ডাটা সায়েন্স এর সাবসেট বলতে পারেন। ডাটা সায়েন্স শিখতে চাই। তবে কিভাবে শুরু করবো? এই প্রশ্নটা যেন প্রতিটি মানুষের একটা কমন প্রশ্ন। আর্টিকেলটির পরবর্তী অংশে আমরা এই প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করবো।

ডাটা সায়েন্স শেখার জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেস্ট?

ধরুন আপনি আজ ঠিক করেছেন ডাটা সায়েন্স শিখতে চান। তাহলে প্রথমেই আপনার করণীয় হলো Python অথবা R Programming Language এর বেসিক ভালোভাবে শিখে নেওয়া। এখানে এসে প্রায় ৮০%+ মানুষ কনফিউশানে থাকেন যে কোনটা দিয়ে শুরু করবো? উত্তর হলো আপনার যেটা ভালো লাগে। তবে পাইথন প্রোগ্রামিং দিয়ে শুরু করাটা বেস্ট ডিসিশন। ডেটা সায়েন্স শেখার জন্য স্কিল জবস এর “Professional Data Science and Machine Learning” কোর্সটি আপনার জন্য অত্যন্ত হেল্পফুল হতে পারে। এই কোর্সে পাইথনের বেসিক প্রোগ্রামিং থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত সাপোর্ট পাবেন। 

স্কিল জবস থেকে এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৮৪৭৩৩৪৮২৫ এই নাম্বারে।

Python এবং R Programming Language এর তুলনামূলক বিশ্লেষণ

Python

এবার আসি আমি R প্রোগ্রামিং এর কথা না বলে কেন Python এর কথা বললাম। সত্যি বলতে পাইথনের সিনট্যাক্স মনে রাখা অনেকটা সহজ এবং R প্রোগ্রামিং থেকে পাইথনের রিসোর্স অনেক বেশি পাবেন। আপনি যখন ইমেজ, এনএলপি রিলেটেড কাজ কাজ করতে যাবেন আপনার পাইথনের কোন বিকল্প নেই। পাইথনের ওপর ভিত্তি করে ডিপ লার্নিং ফ্রেমওয়ার্ক যেমন Tensorflow or Pytorch এর মাধ্যমে খুব সহজেই এসব কাজ করতে পারবেন। Python এ রয়েছে Sklearn এর মতো মেশিন লার্নিং লাইব্রেরি। Numpy এর মতো মেট্রিক্স লাইব্রেরি, Pandas মতো ডাটাফ্রেম লাইব্রেরি যা এককথায় অসাধারণ।

R Programming Language

তবে R কোন দিক দিয়ে কম নয়। R এ রয়েছে ২৪০০+ পরিসংখ্যানের লাইব্রেরি এবং যার ৩০০০+ বিল্ড ইন ফাংশন। যার মাধ্যমে স্টাস্টিক্যাল এনালাইসিস করা খুবই সহজ। আপনি ভালো ডাটা সায়েন্টিস্ট হতে চাইলে পাইথন, আর দুইটা ভাষায় পারদর্শী হতে হবে। এবং পাশাপাশি MS Excel, SQL Database, SPSS, Weka আস্তে আস্তে শিখে নিতে হবে।

পরবর্তী করণীয়

যখন আপনার বেসিক পাইথন শেষ তারপরে আপনার করনীয় হলো NumPy, Pandas, Seaborn, Matplotlib সম্পর্কে মোটামুটি ধারণা নেয়া। কারণ প্রতিটি ডাটা সায়েন্স প্রজেক্টের প্রায় ৭০% সময় ব্যায় হয় ডাটা প্রিপ্রসেসিং এবং স্টাটিসটিক্যাল এনালাইসিসে। তাই আপনাকে কমপক্ষে Pandas এবং Seaborn ভালো জানতেই হবে। তারপরে আপনার কাজ আপনি আপনার মডেল ডেভেলপমেন্ট করার জন্য এলগরিদম সিলেকশন করা। যেহেতু আপনি Python দিয়ে শুরু করবেন তাই আপনি প্রয়োজনীয় সকল এলগরিদম পাবেন সাইকিট লার্ন এর মধ্যে। সবকিছু শেখার জন্য আপনার জন্য বেস্ট রিসোর্স হতে পারে study mart এর পাইথন প্লেলিস্ট। সেখানে বাংলা ভাষায় সবকিছু সুন্দর করে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। আর ইংরেজিতে রিসোর্স হিসেবে Coursera, MIT OpenCourseWare, Krish Naik, Edureka etc. ফলো করতে পারেন।

মেশিন লার্নিং শেষ করে আপনি শুরু করবেন ডিপ লার্নিং এবং এন,এল,পি। এখানেও আপনি ওপরের রিসোর্সগুলো ফলো করতে পারেন। আর বলে রাখা ভালো আপনি যদি একজন দক্ষ ডাটা সায়েন্টিস্ট হতে চান স্কিল জবসের প্রোফেসনাল কোর্সের  কোন বিকল্প নেই। জয়েন হতে পারেন আমাদের ডাটা সায়েন্স ও মেশিন লার্নিং প্রফেশনাল কোর্সেটিতে।      

Course Details: Click Here

Verified Facebook Page Link: Click Here
Visit our biggest Job Portal : Click Here

2 thoughts on “বাংলাদেশে ডাটা সায়েন্স (Data Science) এর ভবিষ্যৎ কি? কাজ শুরু করবো Python নাকি R দিয়ে?

  1. আমি HSC Complete করার পর একটা IT Company as a IT Executive job করছি এখন আমি চাচ্ছি Data Analyst Course করতে কিন্তু আমার পক্ষে আর Academic study করা সম্ভব না।
    আমি কি ভবিষ্যতে একটা চাকরি আসা করতে পারি?

    1. বর্তমান সময়ে টেকনিক্যাল প্রফেশনে একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে স্কিলস বেশি গুরুত্তপুর্ন। যদিও বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানই রিক্রুটমেন্টের সময় গ্রাজুয়েটদেরই বেশি প্রাধান্য দিয়ে থাকে তথাপি গ্রাজুয়েশন না করেও শুধু মাত্র টেকনিক্যাল স্কিল দিয়ে ক্যারিয়ারে অনেক এগিয়ে যাওয়া সম্ভব। বিশেষ করে ফ্রিল্যাংসিং, রিমোট জব, নিজে সফটওয়্যার তৈরী করে বিক্রি করা ইত্যাদি ক্ষেত্রে গ্রাজুয়েশন দরকার পরে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *